করোনা শনাক্তের এক বছর পূর্ণ হলো আজ (৮ মার্চ)। এই এক বছরে বাংলাদেশ অর্জন করেছে নতুন নতুন অভিজ্ঞতা। পেয়েছে দুঃসময়ের শিক্ষা। বেড়েছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।
এই এক বছরে বাংলাদেশের সাড়ে ৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে সাড়ে ৫ লাখের বেশি মানুষ। তবে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আক্রান্তের বেশিরভাগই।
সোমবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে করোনার দৈনিক তথ্য পাওয়া গেছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৪ জন। ফলে মোট মৃত্যু দাঁড়াল ৮ হাজার ৪৭৬ জন।
একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৪৫ জন। এনিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৫ লাখ ৫১ হাজার ১৭৫জনে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।