পরিবেশ রক্ষায় সবুজকে মুখে না নিয়ে অন্তরে ধারণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপকূলীয় এলাকা বরিশালও এতে হুমকির মুখে। এই পরিবেশ রক্ষায় উপকূলে গাছ লাগিয়ে বনায়ন সৃষ্টি করতে হবে।
শনিবার (৭ মার্চ) সবুজ আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এসময় বক্তারা নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহারেরও আহ্বান জানান। বেলা সাড়ে ১১টায় নগরীর ত্রিশ গোডাউনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার।
রিয়াদুল আহাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া এবং প্রধান আলোচক ছিলেন ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ।
মতবিনিময় সভায় রিয়াদুল আহাসানকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম শামিমকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট সবুজ আন্দোলন বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
এর আগে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ।