spot_img

রিয়ালের জয় চান বার্সেলোনা কোচ!

অবশ্যই পরুন

এবারের মাদ্রিদ ডার্বিটা যেন একটু বেশিই উত্তেজনা ছড়াচ্ছে। জয় পাওয়া মানেই শিরোপার পথে একটু এগিয়ে যাওয়া। সমীকরণটা এমন, টেবিলের শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদকে নিচে নামাতে রিয়াল মাদ্রিদের জয় চান খোদ চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানও।

বর্তমানে ২৪ ম্যাচ খেলে ১৮ জয়, চার ড্র ও দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অ্যাতলেতিকো। এক ম্যাচ বেশি খেলে রিয়ালের পয়েন্ট ৫৩, তারা আছে তিনে। অন্যদিকে কোম্যান শীর্ষরা রিয়ালের সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

রিয়াল ও বার্সেলোনা দুই দলের চেয়েই এগিয়ে আছে অ্যাতলেতিকো। লিগ শিরোপা লড়াইয়ে আরও খানিকটা এগিয়ে যেতে দুই দলেরই চাওয়া ডিয়েগো সিমিওনের দলের হার। কিন্তু কোম্যান তাদের হার চাইতে গিয়ে চাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের জয়!

বার্সা কোচ বলেন, ‘তালিকার শীর্ষে থাকা দলের পয়েন্ট হারানো সবসময়ই খুব ভালো। তবে তাদের ম্যাচ নিয়ে আমাদের পড়ে থাকার কিছু নেই। কারণ আমরা যদি না জিতি। প্রথম চিন্তা হলো আমাদের ম্যাচ নিয়ে। আমাদের জিততেই হবে।’

আগামী রোববার ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে মুখোমুখি হবে মাদ্রিদের দল দুটি। এর আগের দিন শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় স্বাগতিক ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। কোম্যান তাই রিয়ালের হারের আগে চান নিজেদের জয়।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ