ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। বৃহস্পতিবার (৪ মার্চ) রোমের প্রেসিডেন্টের সরকারি বাসভবন কুইরিনাল প্যালেসে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পরিচয়পত্র পেশ করার পর অনুষ্ঠিত একান্ত বৈঠকে ইতালির প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে উষ্ণ অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনের সময় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত এক্ষেত্রে প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন।
বৈঠকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা সম্পর্কে রাষ্ট্রদূত ইতালির প্রেসিডেন্টকে অবহিত করেন। রাষ্ট্রদূত বলেনে, উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্যের কারণে উন্নয়নশীল দেশগুলোর কাছে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে সারাবিশ্বে স্বীকৃত।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ সাফল্যের বিষয়ে অবগত আছেন উল্লেখ করে রাষ্ট্রপতি মাত্তারেল্লা আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
তিনি ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কঠোর পরিশ্রমী অভিহিত করে দেশটির অর্থনীতিতে তাদের অবদানেরও প্রশংসা করেন। রাষ্ট্রদূত সম্প্রতি ফ্লুসি ডিক্রিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য ইতালি সরকারকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ফ্লুসি ডিক্রির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সদস্যবহির্ভূত দেশগুলোর নাগরিকরা ইতালিতে সিজনাল ও নন-সিজনাল কাজের জন্য ইতালিতে আসার সুযোগ পেয়ে থাকেন।
জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে ইতালির গঠনমূলক অবস্থানের জন্য রাষ্ট্রদূত ধন্যবাদ জানান। এসময় ইতালির প্রেসিডেন্ট রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর জোরদার ও ঘনিষ্ঠতর হচ্ছে উল্লেখ করে বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষে শামীম আহসান ইতালির প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।