spot_img

বোরকা নিষেধাজ্ঞায় সুইজারল্যান্ডে গণভোট রোববার

অবশ্যই পরুন

মুসলিম নারীদের পুরো মুখ ঢেকে রাখা পর্দার নিষেধাজ্ঞার প্রশ্নে সুইজারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটিতে মুখ ঢাকা পর্দার প্রচলন বিরল হলেও রোববার সুইস নাগরিকরা মুখ ঢাকার নিষেধাজ্ঞার প্রশ্নে তাদের মতামত জানাবেন।

ইতোমধ্যে পরিচালিত জরিপ থেকে জানা যায়, মুখ ঢাকা পর্দার নিষেধাজ্ঞার পক্ষে জনমত অল্প ব্যবধানে এগিয়ে আছে।

‘পুরো মুখ ঢাকা আচ্ছাদনীর নিষেধাজ্ঞায় হ্যা’ শিরোনামে গণভোটের এই প্রস্তাবে বোরকা বা নেকাবের কোনো উল্লেখ না করা হলেও নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু স্পষ্ট।

‘উগ্রবাদ বন্ধ করো’ লেখা প্রস্তাবের পক্ষে প্রচারণাকারী পোস্টারগুলোতে কালো নেকাব পরা নারীর ছবি রয়েছে।

এর বিপরীতে ‘অযৌক্তিক, অর্থহীন ও ইসলামোফোবিক বোরকা বিরোধী আইনে না বলুন’ লেখা পোস্টার সাঁটানো হয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে।

গণভোটে প্রস্তাব পাস হয়ে নিষেধাজ্ঞা কার্যকর হলে সুইজারল্যান্ডে প্রকাশ্যে কেউ মুখ ঢাকতে পারবে না।

তবে প্রার্থনার স্থানে এই নিয়মের ব্যত্ক্রিম হতে পারে।

সুইজারল্যান্ডের জাতীয়তাবাদী সুইস পিপলস পার্টির মুখপাত্র জ্যা-লো আদো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটি সভ্যতার প্রশ্ন। মুক্ত পুরুষ ও নারীরা তাদের মুখে কোনো আচ্ছাদন ছাড়াই নিজেদের উপস্থাপন করেন।’

তিনি বলেন, ‘এটি ইসলামের একটি উগ্রতা।’

সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ