spot_img

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রায় ১১ ঘণ্টার সফর শেষে বৃহস্পতিবার (৪ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ঢাকা ত‌্যাগ করেছেন। বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু থেকে বিশেষ উড়োজাহাজে করে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি।

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আজ সকাল ১০টায় বাংলাদেশ এসেছিলেন এস জয়শঙ্কর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেন। পরে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসবেন। তার এ সফর নিয়ে আলোচনা করতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেন।

সর্বশেষ সংবাদ

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করবো: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব। শুধু জুলাই-আগস্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ