spot_img

মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে আইপিএলের রাজস্থান রয়্যালস

অবশ্যই পরুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের নাম জানে না, এমন ক্রিকেটভক্ত নেই। আইপিএলের এই দলটির প্রতি এবার বিশেষ নজর থাকতে পারে বাংলাদেশি ভক্তদের। ১ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। মাঠের লড়াই দিয়ে দৃষ্টি কাড়ার আগেই বাংলাদেশের ক্রিকেটে আলোচনায় তারা।

বৃহস্পতিবার হঠাৎ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে এসেছে দলটি। এদিন দুপুরে মিরপুর স্টেডিয়ামের মাঠ ও অন্যান্য সুবিধাদি ঘুরে দেখেন আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ কয়েক কর্মকর্তা।

স্বভাবতই প্রশ্ন জাগে, কেন এই পরিদর্শন? এই প্রশ্নের উত্তর খোঁজ করতে গিয়ে আপাতত বিস্তারিত কিছু জানা যায়নি। শোনা গেছে, মিরপুর স্টেডিয়ামে অনুশীলন ব্যবস্থা কেমন, তা দেখতে এসেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তারা।

আইপিএলের দলের মিরপুর স্টেডিয়াম পরিদর্শনের ঘটনা এটাই প্রথম নয়। এরআগে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা পরিদর্শন করেছিলেন মিরপুর স্টেডিয়াম। যদিও সেটা পরিদর্শন পর্যন্তই ছিল। পরে কলকাতার পক্ষ থেকে আর কোনো যোগাযোগ করা হয়নি।

বিস্তারিত আসছে…

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ