spot_img

বায়েজিদে পারভিন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

অবশ্যই পরুন

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানায় পারভিন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৩ মার্চ) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা আদালত ওই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ফটিকছড়ি উপজেলার ১৯ নম্বর সমিতির হাট ইউনিয়নের সাদেক নগর মৃত নুরুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (২৭), হাটহাজারী উপজেলার পূর্ব মেখল মো. মুসার ছেলে মনসুর (২৫), একই এলাকার মো. ইউসুফের ছেলে মো. তৈয়ব প্রকাশ রানা (২৪) এবং একই উপজেলার সৈয়দুর রহমানের বাড়ি আহমদ ছফার ছেলে মো. ইসহাক। মো. ইয়াছিন ছাড়া বাকি তিন আসামি পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৬ সালে ৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ থানার রৌফবাদ বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির জনাবা বিল্ডিংয়ের ৩য় তলায় পশ্চিম পাশের ১১১ নম্বর ফ্ল্যাটে পারভিন আক্তারকে হত্যা করা হয়। পারভিন আক্তারের স্বামী মো. নুরুল আলম বায়েজিদ থানায় মামলা করেন। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলার চার্জ গঠন করা হয় গত ২০১৭ সালের ৫ মার্চ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, বায়েজিদ থানার পারভিন আক্তার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড। প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা।

তিনি আরও বলেন, হত্যার ধারায় চারজনের মৃত্যুদণ্ড হলেও দস্যুতা ধারায় চারজনের যাজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ