না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী ও প্রয়াত মিশুক মুনীরের মা লিলি চৌধুরী। (ইন্না লিল্লাহি…রাজিউন)।
সোমবার (১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে বনানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই নাট্যাভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
লিলি চৌধুরীর ছেলে আসিফ মুনীর নিজের ফেসবুক পেজে মায়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, আত্মীয়-স্বজনদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত মরদেহ বনানীর বাসভবনে রাখা হবে। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিলি চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
সবশেষ বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।