spot_img

মালালার স্বপ্ন ভারত পাকিস্তান ভালো বন্ধু হবে

অবশ্যই পরুন

স্কুল শিক্ষার্থী থাকাকালীন ২০১২ সালে সন্ত্রাসীদের হামলার শিকার হন মালালা ইউসুফজাঈ। সেই ঘটনায় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। আর থেকেই বিশ্বজুড়ে পরিচিতি পান এই শিক্ষার্থী।

ভারত ও পাকিস্তান একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। স্বাধীনতার পর থেকে দেশ দু’টি একাধিকবার যুদ্ধে জড়িয়েছে। আবার কাশ্মির নিয়েও উভয় দেশের মধ্যে আছে উত্তেজনা। তবে এতো কিছুর পরও ভারত ও পাকিস্তানকে সত্যিকারের বন্ধু হিসেবে দেখাটা নিজের স্বপ্ন বলে জানিয়েছেন পাকিস্তানি মানবাধিকার কর্মী ও নোবেলজয়ী মালালা ইউসুফজাঈ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, রোববার জয়পুর সাহিত্য উৎসবে ভার্চ্যুয়ালি যোগ দেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা। সেখানে তিনি বলেন, ‘আপনারা ভারতীয়, আমি পাকিস্তানি। আমরা আমাদের মতো ভালো আছি। তাহলে এতো বিদ্বেষ কেন? সীমান্ত, বিভাজন এবং বিভাজনের মাধ্যমে আলাদা করে জয় করা- এসব পুরনো দর্শন এখন আর কাজ করে না।’

তিনি আরও বলেন, ‘মানুষ হিসেবে আমরা সবাই শান্তিতে থাকতে চাই। ভারত ও পাকিস্তানের আসল শত্রু হল– দারিদ্র, বৈষম্য ও অসাম্য। নিজেদের মধ্যে লড়াই না করে দুই দেশের উচিত এই শত্রুগুলোর বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে নামা। ভারত ও পাকিস্তানকে একে অপরের সত্যিকারের বন্ধু হিসেবে দেখতে চাই আমি।’

সর্বশেষ সংবাদ

জয় অধরা, ১০ জনের ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে ড্র ব্রাজ়িলের

ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে এসে আরেকবার হয়েছেন ব্যর্থ। এই তারকা ফুটবলারের পেনাল্টি মিসের কারণে...

এই বিভাগের অন্যান্য সংবাদ