spot_img

ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছে ১৫ হাজার কোটি টাকা

অবশ্যই পরুন

সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে দেশে ১৫ হাজার ১৩৮ কোটি টাকার (১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার) বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৮ শতাংশ বা ৩২ কোটি ৮৪ লাখ ডলার বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল ১৪৫ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৬৬৮ কোটি ৭২ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক জানায়, ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৯ কোটি ৭৫ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৪ কোটি ৬৪ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ মার্কিন ডলার। দুটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে একটিতে এসেছে তিন কোটি ডলার।

জানুয়ারতে দেশে রেমিটেন্স এসেছিলো ১৯৬ কোটি ২৬ লাখ ডলার। ডিসেম্বরে এসেছিল ২০৫ কোটি ডলার।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ