পারিবারিক কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল সিএফ মন্ট্রিলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন ফ্রান্স কিংবদন্তি থিয়েরি অঁরি। বৃহস্পতিবার এক টুইট বার্তায় অঁরি নিজেই খবরটি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে আর্সেনাল ও ফ্রান্সের সাবেক স্ট্রাইকার লিখেছেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আমি আমার সন্তানদের ঠিকভাবে দেখতে যেতে পারিনি। গত বছরটি আমার জন্য ব্যক্তিগতভাবে বেশ কঠিন ছিল। অনেক ভাবনা-চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
অঁরি আরো লেখেন, ‘চলমান কোভিড নিষেধাজ্ঞার কারণে আমাদেরকে আবারো কয়েকমাসের জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত হতে হবে। ফলে বর্তমান পরিস্থিতি খুব একটা আলাদা হচ্ছে না। দীর্ঘদিন ধরে সন্তানদের থেকে আমার এই আলাদা হয়ে থাকাটা বেশ পীড়াদায়ক। এ কারণে সিএফ মন্ট্রিল ছেড়ে লন্ডনে বাস করার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে কানাডিয়ান ক্লাবটির প্রধান নির্বাহী কেভিন গিলমোর বলেছেন, ‘২০১৯ সালের নভেম্বরে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়া অঁরি আমাদের বেশ অবাক করেছেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই আমরা এই কিংবদন্তিকে নিয়োগ দিয়েছিলাম। তবে বর্তমান পরিস্থিতিতে তার এমন সিদ্ধান্তকে খুব বেশি বিস্ময়কর বলা যাবে না।’