পড়াশোনা নাকি খেলাধুলা, দুয়ের মধ্যে প্রথমটাকে বেছে নেওয়া লোকের সংখ্যা বঙ্গ মুল্লুকে নেহায়েত কম নয়। কিন্তু ফুটবলের সূতিকাগার ইউরোপে তেমন কিছুর দেখা মেলা ভার। সেই বিরলপ্রায় ঘটনাই জন্ম দিয়েছেন আলেসান্দ্রো আরলত্তি। পূর্ণকালীন ফুটবল আর হার্ভার্ডে পড়াশোনার মধ্যে বেছে নিয়েছেন পরের সুযোগটিকেই।
ইতালীয় বাবা মায়ের সন্তান আরলত্তির জন্ম ২০০২ সালে, ফ্রান্সের নিসে। এরপর ফুটবলে হাতেখড়িটাও পেয়েছেন ফরাসি এক ক্লাবে। মোনাকোর বয়সভিত্তিক দলের হয়ে নজরকাড়া পারফর্ম্যান্সে শিগগিরই বনে যান দলের অধিনায়কও।
২০২০ সালের সেপ্টেম্বরে ইতালিয়ান সিরি’বি এর দল পেসকারায় চলে আসেন তিনি। তবে সেখানে মৌসুমটা মোটেও ভালো কাটেনি তার। সিরি’বিতে খেলতে পারেননি একটি ম্যাচেও, বেঞ্চে ছিলেন মোটে দুই ম্যাচে। খেলেননি কোপা ইতালিয়াতেও। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে পড়া তো আছেই, ক্লাবের এ অবহেলাও হয়তো নিয়ামক হিসেবে কাজ করেছে আরলত্তির ইতালি ছাড়ার পেছনে!
ক্লাব ছাড়লেও ফুটবলকে অবশ্য একেবারে ছেড়ে দিচ্ছেন না আরলত্তি। যুক্তরাষ্ট্রে খেলবেন বিশ্ববিদ্যালয়ের দল হার্ভার্ড ক্রিমসনের হয়ে। সম্প্রতি এক ইনস্টাগ্র্যাম পোস্টে নিজেই জানিয়েছেন ইতালিয়ান এই ফুটবলার। তবে পেশাদার ফুটবলের স্বাদ কি আর অপেশাদার লিগের দলে মেটে?