spot_img

টিকার পর স্বাস্থ্য ঝুঁকি কমেছে শতকরা ৯৪ ভাগ

অবশ্যই পরুন

বৃটেনে করোনা টিকা নেওয়ার ৪ সপ্তাহ পরে মানুষের স্বাস্থ্য ঝুঁকি ও হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা কমে গেছে শতকরা ৮৫ থেকে ৯৪ ভাগ। প্রথম ডোজ টিকা নেয়ার পর বিজ্ঞানীদের একটি গ্রুপ এসব ডাটা নিয়ে গবেষণা করে এই উপসংহারে পৌঁছেছেন।

স্কটল্যান্ডে যেসব মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং যারা টিকা নেননি তাদের মধ্যে করোনা ভাইরাস জনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয় বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা। গ্লাসগো, এ্যাবারডিন, স্ট্র্যাচক্লাইডের ইউনিভার্সিটি অব এডিনবার্গ এবং পাবলিক হেলথ স্কটল্যান্ডের বিজ্ঞানীরা এই গবেষণা করেছেন।

যেসব মানুষ ফাইজার/বায়োএনটেকের প্রথম ডোজ টিকা বা অক্সফোর্ড/এ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের ডাটা সংগ্রহ করেছিলেন তারা। তাতে তারা দেখতে পেয়েছেন প্রথম ডোজ টিকা নেয়ার ৪ সপ্তাহ পরে অক্সফোর্ডের টিকা নেয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি শতকরা ৯৪ ভাগ কমে গেছে।

অন্যদিকে যারা ফাইজারের টিকা নিয়েছেন তাদের ক্ষেত্রে ২৮ থেকে ৩৪ দিনের মধ্যে এই ঝুঁকি কমে যায় শতকরা ৮৫ ভাগ। ফাইজার ও অক্সফোর্ডের টিকার সম্মিলিত ফল একত্রে মিলিয়ে যদি দেখা হয় তাহলে ৮০ বছরের ওপরে যাদের বয়স, তাদের প্রথম ডোজ টিকা নেয়ার ৪ সপ্তাহ পরে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি গড়ে কমে গেছে শতকরা ৮১ ভাগ।

প্রফেসর আজিজ শেখের নেতৃত্বে এই গবেষণা হয়েছে। তিনি বলেছেন, এই গবেষণার ফল খুবই উৎসাহ ব্যাঞ্জক। ভবিষ্যত সম্পর্কে আশাবাদী হতে আমাদেরকে যথেষ্ট যৌক্তিক কারণ সামনে এনে দিয়েছে। তাই আমরা এখন জাতীয় পর্যায়ে আস্থা পাচ্ছি যে, টিকা দেয়ার ফলে করোনাভাইরাস সংক্রান্ত হাসপাতালে ভর্তিহার কমিয়ে দেয়।

পাবলিক হেলথ স্কটল্যান্ডের ইএভিই-টু প্রকল্পের শীর্ষ কর্মকর্তা ড. জোসি মারে বলেছেন, এটা চমৎকার এক খবর। টিকা সরবরাহ কর্মসূচি এখন যে ফর্মে আছে, তাতে কাজ হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ভারতের উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজ্যের...

এই বিভাগের অন্যান্য সংবাদ