spot_img

সামরিক শিল্পে বিনিয়োগ বাড়াচ্ছে সৌদি

অবশ্যই পরুন

আগামী এক দশকে অভ্যন্তরীণ সামরিক শিল্পখাতে দুই হাজার কোটি ডলারেরও বেশি অর্থ বিনিয়োগের পরিকল্পনা করেছে সৌদি আরব। স্থানীয়ভাবে সামরিক ব্যয় বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সৌদি আরবের সামরিক শিল্প নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব অভ্যন্তরীণভাবে আরও বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি উৎপাদন করতে চায়। ২০৩০ সাল নাগাদ সামরিক বাজেটের ৫০ শতাংশই স্থানীয়ভাবে ব্যয় করার পরিকল্পনা আছে তাদের।

জেনারেল অথরিটি ফর মিলিটারি ইন্ডাস্ট্রিজ (গ্যামি) এর গভর্নর আহমেদ বিন আব্দুল আজিজ আল ওহালি আবু ধাবিতে এক প্রতিরক্ষাবিষয়ক সম্মেলনে বলেন, ‘আগামী দশকজুড়ে সৌদি সামরিক শিল্পে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে সরকার। আর এ সংক্রান্ত গবেষণা ও উন্নয়নমূলক কাজে আরও এক হাজার ডলার বিনিয়োগ করা হবে।’

ওহালি আরও জানান, ২০৩০ সাল নাগাদ অস্ত্র বাবদ বরাদ্দ থেকে সামরিক গবেষণা ও উন্নয়নবাবদ (আর এন্ড ডি) খরচ ০.২ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ৪ শতাংশ করবে।

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ