spot_img

কুটনৈতিক কারণে শ্রীলঙ্কার সংসদে ইমরান খানের ভাষণ কর্মসূচি বাতিল

অবশ্যই পরুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আসন্ন শ্রীলঙ্কা সফরের সময় দেশটির জাতীয় সংসদে ভাষণ দেয়ার যে কর্মসূচি ছিল তা বাতিল করা হয়েছে। শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে এই ভাষণ বাতিল করা হয়েছে বলে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানায়। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দুই দিনব্যাপী ইমরান খানের শ্রীলঙ্কা সফর করার কথা রয়েছে।

এ সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে ইমরান খানের বৈঠকের কথা রয়েছে। এছাড়া, একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন ইমরান খান। ২৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার জাতীয় সংসদে তার ভাষণ দেয়ার কথা ছিল।

শ্রীলংকার পররাষ্ট্র সচিব জয়ানাথ কলম্বাসের বরাত দিয়ে দেশটির ডেইলি এক্সপ্রেস জানায়, সংসদ স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারদেনা করোনাভাইরাসের কারণে জাতীয় সংসদে ইমরান খানের ভাষণ দেয়ার কর্মসূচি বাতিলের অনুরোধ করেন।

তবে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে একই পত্রিকায় বলা হয়, শ্রীলঙ্কা সরকারের ভেতরের কেউ কেউ চান না ইমরান খান দেশটির জাতীয় সংসদের ভাষণ দিক। তারা মনে করছেন ইমরান খান ভাষণ দিলে তাতে ভারতের সাথে চলমান তিক্ত সম্পর্কের আরো অবনতি হবে। কলম্বো বন্দরের একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণের চুক্তি বাতিল করার পর শ্রীলংকার সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়।

ধারণা করা হচ্ছিল ইমরান খান শ্রীলংকার সংসদে ভাষণ দিলে তাতে তিনি কাশ্মীর ইস্যু উত্থাপন করতে পারেন যা দিল্লির জন্য হতাশার কারণ হতো। তবে কোনো কোনো সূত্র বলছে, শ্রীলঙ্কার সংসদে দেয়া ভাষণে ইমরান খান দেশটির মুসলমানদের অধিকারের প্রসঙ্গ তুলতে পারেন। এমন আশংকাও শ্রীলঙ্কা সরকারের কেউ কেউ করছেন।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ