এ মাসের শেষে করোনার টিকাদানে বাংলাদেশ আরেকটি মাইলফলকে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। বলেছেন, বাংলাদেশ বিশ্বে নজির হবে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুর্মিটোলা হাসপাতালে অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এদিন বেলা সাড়ে ১১টায় কুর্মিটোলা হাসপাতালে অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
যদিও করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর আগেই (২৫ জানুয়ারি) ‘সুরক্ষা’ অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে নানা জটিলতায় আটকে থাকা ‘সুরক্ষা’ অ্যাপ অবশেষে উন্মুক্ত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর টিকা নিতে নিবন্ধনের জন্য ‘সুরক্ষা’ প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনও (www.surokkha.gov.bd) উন্মুক্ত করা হয়।