spot_img

মানবাধিকার হরণের মূল্য দিতে হবে চীনকে : বাইডেন

অবশ্যই পরুন

মানবাধিকার হরণের জন্য চীনকে মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের ওপর নিপীড়ন নিয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

উইঘুর মুসলমানদের ‘পুনঃশিক্ষা শিবিরে’ আটক রাখাসহ বিভিন্ন ধরনের মানবাধিকার হরণের অভিযোগে বিশ্বজুড়ে সমালোচনার মুখে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে বাইডেনের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দেখুন, চীন প্রতিক্রিয়া দেখবে আর তিনি (জিনপিং) এটা ভালো করেই জানেন।’

মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র নতুন ভূমিকা নেবে বলে জানান জো বাইডেন। চীনের সংখ্যালঘুদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করা হবে বলেও জানান তিনি।

বাইডেন বলেন, ‘চীন বিশ্ব নেতা হয়ে উঠতে চায়। আর তা হয়ে উঠতে অন্য দেশগুলোর আত্মবিশ্বাসও তৈরি করতে হবে তাদের। যতক্ষণ পর্যন্ত তারা মৌলিক মানবাধিকার বিরোধী কাজে যুক্ত থাকবে ততক্ষণ তাদের তা অর্জন করা কঠিন হবে।’ সূত্র : আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ