চীনের ঝাওইয়ান শহরের কাওজিয়াওয়া সোনার খনিতে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন নিখোঁজ রয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) পূর্ব চিনের শ্যানডং প্রদেশের ইয়ানতাই শহরের একটি সোনার খনিতে আগুন লাগে।
চাওজিআওয়া নামের সোনার খনিটিতে খননকাজ চলার সময়ে বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ছয় কর্মীর মৃত্যু হয়। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী ৪জন আটকে পড়েছেন খনিতে। তাদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
চলতি বছরের জানুয়ারি মাসেই শ্যানডং প্রদেশে আরো একটি সোনার খনিতে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে এসেছিল। সেই অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১০ জন কর্মী। তার পর থেকেই সরকারের তরফে যাবতীয় সুরক্ষাবিধি অবলম্বন করে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু চাওজিআওয়া খনির দুর্ঘটনা প্রমাণ করে দিল যে পরিস্থিতি বিন্দুমাত্র উন্নতি হয়নি।
সূত্র : রয়টার্স