রাজধানীতে যানজট নিরসনে চলতি বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম সেকশন চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেলের ডিপো পরিদর্শন শেষে পরিকল্পনামন্ত্রী এ আশা ব্যক্ত করেন।
মান্নান বলেন, আমাদের কর্মী, ইঞ্জিনিয়ার, যারা কাজ করছে, তাদের ওপর আমার আস্থা আছে। সেই আস্থা ভরসায় আমরা বলছি, তারাও এ দেশের নাগরিক, তাদেরও দেশপ্রেম আছে। আমরা চাই, বিজয় দিবসে মেট্রোরেলে প্রথম সেকশন আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করার।
তিনি বলেন, ২০২১ সালের মহান বিজয় দিবসে মেট্রোরেলের প্রথম সেকশন চালু করতে পারব। সরকার প্রধানও তাই চান। সরকার প্রধান এটা করতে অনুরোধ করেছেন।
তিনি আরো বলেন, মেট্রোলের কাজের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে আমি সরকারের পক্ষ থেকে আজ অন দ্য স্পট অনুরোধ করছি, ডাবল কাজ করেন, ত্রিপল কাজ করেন, খেয়ে না খেয়ে কাজ করেন, আমাকে বিজয় দিবসে এই রানটা দেখিয়ে দেন।