spot_img

রাশিয়া সাইবার অপরাধে জড়িত নয় : দিমিত্রি পেসকভ

অবশ্যই পরুন

 ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ফ্রান্স সরকারের এ সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তার দেশ কোনো ধরণের সাইবার অপরাধে জড়িত নয়।

দিমিত্রি পেসকভ বলেন, বহুদিন ধরে সাইবার হুমকি মোকাবিলা করার আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার দাবি জানিয়ে আসছে রাশিয়া।

ফ্রান্সের সাইবার নিরাপত্তা বিষয়ক জাতীয় সংস্থা এএনএসএসআই গতকাল মঙ্গলবার এক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির বিরুদ্ধে ধারাবাহিক সাইবার হামলা হয়। প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় রাশিয়ার হাত ছিল।

ফ্রান্সের সাইবার নিরাপত্তা বিষয়ক জাতীয় সংস্থা আরো দাবি করে, এর আগে স্যান্ডওয়ার্ম হ্যাকার গোষ্ঠী যে সাইবার হামলা চালিয়েছিল বিগত তিন বছরের সাইবার হামলার সঙ্গে তার মিল রয়েছে। স্যান্ডওয়ার্ম হামলার সঙ্গে রাশিয়া জড়িত বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ