spot_img

ভারতীয় একটি বিজ্ঞাপনে ‘সুন্দর’র রূপে ধরা দিলেন জয়া

অবশ্যই পরুন

চলচ্চিত্রের পর আবারও ভারতীয় একটি বিজ্ঞাপনে পাওয়া গেল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। এটি একটি জুয়েলারি ব্র্যান্ড’র বিজ্ঞাপন। এতে তার সহশিল্পী ‘কণ্ঠ’ ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি মূলত রবি ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ‘সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে’ কবিতাটি আবৃত্তি করেছেন। আর ভিডিওতে ‘সুন্দর’র রূপে ধরা দিলেন জয়া আহসান।

বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে শিবপ্রসাদ জানান, আমার কাছে অপ্রত্যাশিত ঘটনা এটা। হঠাৎ আমাকে এই কাজটির জন্য ফোন করেছিল শুভঙ্কর সেন। তিনি সংস্থার কর্ণধার। আমাদের ‘কণ্ঠ’ ছবির আমেজটা ফিরিয়ে আনার ইচ্ছা ছিল তার। আমি ও জয়া- এই জুটিটা নিয়েই কাজ করতে চেয়েছিল। সর্বোপরি প্রযোজনা, পরিচালনার মাঝে এ রকম পাঠ বা অভিনয় করাটা আমার কাছে বড় পাওনা।

জানা গেছে, লকডাউনের আগে থেকেই এই প্রকল্পের কথা চলছিল। কিন্তু মহামারির কারণে ঢাকায় আটকে যান জয়া। পরে অল্প সময়ে এটির কাজ করা হয়।

এদিকে, জয়া এখন ব্যস্ত আছেন কলকাতার ছবির কাজ নিয়ে। এর মধ্যে পরিচালক সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ দিয়ে শুরু হয়েছে জয়ার বছর। এছাড়া তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের কাহিনি নিয়ে নির্মিত ‘চালচিত্র’ নামে চলচ্চিত্রে কাজ করবেন। এটি পরিচালনা করছেন চিত্র ভানু বসু।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ