spot_img

আরো এক মামলার আসামি নোবেলজয়ী সু চি

অবশ্যই পরুন

মিয়ানমারে উৎখাত হওয়া নেতা অং সান সু চির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে দেশটির সামরিক সরকার। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এই মামলা দায়ের করা হয়। সামরিক অভ্যুত্থানের দুই সপ্তাহ পর দ্বিতীয় মামলাটি দায়ের করা হল। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখল করে। ক্ষমতা দখলের আগে সর্বশেষ নির্বাচনে জয়ী দল এনএলডির নেত্রী সু চিকে গৃহবন্দি করে রাখা হয়। সেনা অভ্যুত্থানের প্রায় দুই সপ্তাহ পার হলেও দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

গৃহবন্দি ও অভ্যুত্থানের দিনেই সু চির বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়। তাকে বন্দি করার সময় তার বাসভবনে একটি ওয়াকি টকি পাওয়াতে এই অভিযোগ আনা হয়।

নোবেলজয়ী সু চির আইনজীবী এএফপিকে জানান, মঙ্গলবার তার বিরুদ্ধে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে দ্বিতীয় মামলা দায়ের করা হয়। আইনজীবী খিন মাউং ঝাউ বলেন, সু চির বিরুদ্ধে ৮ ও ২৪ ধারায় দুটি মামলা দায়ের করা হয়।

খবরে বলা হয়, তবে এটি স্পষ্ট নয় কীভাবে সু চির ক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে মামলা পরিচালনা করা হবে। উৎখাত হওয়া প্রেসিডেন্টের বিরুদ্ধেও একই ধারায় মামলা দায়ের করা। ধারণা করা হচ্ছে, সামরিক সরকার তাদের বিরুদ্ধে করোনাভাইরাস মোকাবিলায় জারি করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনতে পারে।

আইনজীবী আরো জানান, সু চি ও প্রেসিডেন্টের সঙ্গে তিনি এখনো যোগাযোগ করতে পারেননি। ১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা আদালতে হাজির হতে পারেন।

সামরিক সরকারের মুখপাত্র ঝাউ মিন তুন দাবি করেন, দুই আসামিই নিরাপদ স্থানে এবং সুস্থ রয়েছেন। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এমন নয়, তারা নিজের বাড়িতেই আছেন।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ