spot_img

কর্ণফুলীতে পাথরের বাঁধে ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

অবশ্যই পরুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীতে পাথরের বাঁধে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্যদের উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন এক যাত্রী।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাট ওয়াটার বাস টার্মিনাল এলাকায় এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম ফাহিম আল ফারুক। তিনি গার্মেন্টস কারখানার কর্মকর্তা। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের তিন ডুবুরি তল্লাশি চালাচ্ছেন। কোস্টগার্ডের টিমও ঘটনাস্থলে রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সোমেন বড়ুয়া জানান, ১২ নম্বর ঘাটের কাছেই পাড়ের ভাঙন রোধে দেওয়া পাথরের বাঁধে ধাক্কা লেগে নৌকাটি উল্টে গেছে। এ সময় ১০-১২ যাত্রী ছিল ওই নৌকায়। ডুবে যাওয়ার পর অসুস্থ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় অন্যরা সুস্থ আছেন।

এ ঘটনায় ফাহিম আল ফারুক নামে এক যুবক নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয়রা। তবে ঘটনার পর ডুবে যাওয়া নৌকাটি ভেসে উঠেছে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ