spot_img

ইপিএলে টানা চতুর্থ জয় পেলো চেলসি

অবশ্যই পরুন

ইপিএলে জয় রথ ধরে রেখেছে চেলসি। নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে হারালো ব্লুরা। এ জয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এলো থমাস টুখেল শিষ্যরা।

স্ট্যামফোর্ড ব্রিজে টেবিলের লড়াইয়ে এগিয়ে যাওয়ার মিশনে নামে চেলসি। নিউক্যাসেল ইউনাইটেডকে আতিথ্য দেয় থমাস টুখেলের দল। শেষ ক’টি ম্যাচে কোচ বদলে বেশ ভালো অবস্থানেই ছিলো ব্লুরা। তাই হয়তো, ম্যাগপাইদের বিপক্ষে কোন পরীক্ষা-নীরিক্ষাতেই যান নি টুখেল।

কোচ সেরা একাদশকে নামালেও, সেটা পছন্দ হয়নি অদৃশ্যের। তাই তো মাত্র ১৮ মিনিটেই ইনজুরির কারণে, টমি আব্রাহামকে তুলে নিতে হয় চেলসি বসকে। মাঠে নামেন অলিভার জিরু। স্ট্যামফোর্ড ব্রিজে পা দিয়েই, নিজের মুন্সিয়ানা দেখান অভিজ্ঞ এ ফরোয়ার্ড। ১০ মিনিট বাদেই এগিয়ে দেন দলকে। ১-০’র লিড পায় চেলসি।

গোল খেয়ে কিছু বুঝে উঠার আগেই আবারো পিছিয়ে পড়ে স্টিভ ব্রুসের দল। ৯ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন টিমো ওয়ের্নার। এগিয়ে থেকে অর্ধ্ব শেষ করে চেলসি।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় দু দল। কিন্তু গোলের দেখা পায়নি কেউই।

ফরোয়ার্ডদের ভুল আর আজে বাজে পরিকল্পনায়, এগিয়ে যাওয়া হয়নি চেলসির। অন্যদিকে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি নিউক্যাসেল।

শেষ পর্যন্ত ২-০ তে প্রিমিয়ার লিগে টানা চতুর্থ এবং সব টুর্নামেন্ট মিলিয়ে টানা পঞ্চম জয় তুলে নেয় রোমান আব্রামোভিচের দল।

এ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে চেলসি।

সর্বশেষ সংবাদ

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা....

এই বিভাগের অন্যান্য সংবাদ