spot_img

ক্রিকেটারদের করোনা টিকা বাধ্যতামূলক করা হচ্ছে না: পাপন

অবশ্যই পরুন

মহামারি করোনা ভাইরাস পুরো বিশ্বকেই বদলে দিয়েছে। একই সঙ্গে বদল এনেছে বিশ্ব ক্রিকেটেও। এখন কোন সিরিজ কিংবা সফর খেলার আগে কয়েকদফা করোনা পরীক্ষা করাতে হয় ক্রিকেটারদের। এরপর সেই পরীক্ষায় নেতিবাচক ফলাফল এলে তবেই মেলে কোয়ারেন্টাইনে থাকার সুযোগ।

হোটেলে সঙ্গনিরোধ অবস্থায় দিনের পর দিন বন্দী অবস্থায় থাকতে হয় তাদের। এই যেমন দেশের ক্রিকেটারদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই ছয়বার করোনা টেস্ট দিতে হয়েছে। এত সব বিড়ম্বনার অবসানের ক্ষেত্রে অপেক্ষা ছিল করোনা টিকার। ইতোমধ্যেই দেশে পৌছে গেছে ভারতের তৈরি করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’।

দেশের সাধারণ জনগণ ২৭ জানুয়ারি থেকে করোনা টিকা নিতেও শুরু করেছেন। অগ্রাধিবকার ভিত্তিতে টিকা নেবেন দেশের ক্রিকেটাররাও।

আজ (১৫ ফেব্রুয়ারি) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে ক্রিকেটারদের টিকার দেয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ক্রিকেটারদের কাউকে টিকা নিতে বাধ্যতামূলক করা হচ্ছে না। যে খুশি নিতে পারে।’

আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেই সফরের আগে জাতীয় দলের ক্রিকেটারদের টিকা দিতে চায় বিসিবি। এরই মধ্যে নিউজিল্যান্ড সফরের অর্ধেক ক্রিকেটার করোনা টিকা নিয়েছেন জানিয়ে পাপন বলেন, ‘নিউজিল্যান্ড যেতে গতকালকের মধ্যে ৫০ শতাংশ ক্রিকেটার টিকা নিয়ে নিয়েছেন। বাকিরা কিছুটা দুদোল্যমনতায় আছে। আজ দুটা পর্যন্ত সময় আছে। এর মধ্যে তারা মতামত জানিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে কাল কিংবা পরশু দিয়ে দিবো তাদের টিকা।’

সর্বশেষ সংবাদ

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা....

এই বিভাগের অন্যান্য সংবাদ