মানবতাবিরোধী যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু কারাগারে থাকার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এএফএম ফয়জুল্লাহ (৭০) ওরফে আবুল ফালাহ গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুজ্জামান জানান, শুক্রবার বিকালে আসামি ফয়জুল্লাহকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।
ফইজুল্লাহ গফরগাঁও উপজেলার সাধুয়া গ্রামের মৃত আব্দুল মজিদ খানের ছেলে। তার বিরুদ্ধে ২০১৪ সালে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিল।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধকালীন অপরাধ প্রমাণিত হওয়ায় ফয়জুল্লাহসহ গফরগাঁওয়ের আটজনকে কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর সাত বছর ধরে পলাতক ফয়জুল্লাহকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পাগলা থানা পুলিশ।