তিন বছর আগে হাজারো নাটক করে আকাশছোঁয়া ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে শুধুমাত্র চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিততেই দলে টেনেছিল পিএসজি। গত মৌসুমে অবশ্য এ টুর্নামেন্টের ফাইনালে ফরাসি ক্লাবটিকে পৌঁছে দিয়েছিলেন তিনি। কিন্তু কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেননি। কিন্তু এর বাইরে প্রতিবারই চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব এলেই নেইমার পড়েন চোটে। এবারও ব্যতিক্রম হয়নি। এজন্য নেইমারের জীবনযাপনের ধরনের দায় দেখছে ফরাসি ক্লাবটি। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ দৈনিক স্পোর্ত।
গত বছর বায়ার্নের কাছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা হারিয়েছিল পিএসজি। এবার আরও নতুন উদ্যমে দলটিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার জন্য চেষ্টা করবেন কী, নেইমার আবারও পড়েছেন চোটে।
গত চার বছর ধরেই বিভিন্ন সময়ে চোটে পড়ছেন নেইমার। তবে এবার চোটটাও এমন সময় এসেছে, যখন চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার জন্য ক্ষণ গুনছে পিএসজি। সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামতে এবার নেইমারকে বাধা দিচ্ছে বাঁ পায়ের মাংসপেশির চোট।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠের বাইরে চলে গেছেন চার সপ্তাহের জন্য। আগামী মঙ্গলবারের ম্যাচ তো নয়ই, ১০ মার্চ পিএসজির মাঠে শেষ ষোলোর দ্বিতীয় লেগেও তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ।
নেইমারের চোটের খবরে বিরক্তই হয়েছে পিএসজি। বার্সেলোনাভিত্তিক দৈনিক স্পোর্ত জানিয়েছে, বারবার নেইমারের চোটে পড়া নিয়ে বিরক্ত পিএসজি। তারা মনে করছে, নেইমারের লাগামছাড়া উদ্দাম জীবনযাত্রাই এসব চোটের কারণ।
তারকা খেলোয়াড় চোটে পড়ার পর বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘নেইমার জুনিয়র বুধবার সন্ধ্যার ম্যাচে তাঁর বাঁ পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন। ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ও ইমেজিং টেস্টের বিশ্লেষণের পর বোঝা যাচ্ছে, তাঁর চোটের পুনর্বাসনের প্রক্রিয়া কেমন যায়, সেটির ভিত্তিতে চার সপ্তাহের মতো তাঁকে পাওয়া যাবে না’