spot_img

নতুন পরীক্ষায় ফেল ভারতের ৬ ক্রিকেটার

অবশ্যই পরুন

জাতীয় দলে জায়গা পাওয়ার প্রক্রিয়া বেশ জটিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আট মিনিট ত্রিশ সেকেন্ডের মধ্যে ২ কিলোমিটার পথ দৌড়ের মাধ্যমে ফিটনেস টেস্টে পাশ করতে হবে বিরাট কোহলিদের। কিন্তু শুরুতেই ফেল করলেন ৬ ক্রিকেটার।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল বাছাইয়ের লক্ষ্যে ২০জন ক্রিকেটারকে নিয়ে প্রথমবার এই পরীক্ষার আয়োজন করা হয়। ভারতীয় গণমাধ্যমের খবর, সেই পরীক্ষায় পাশ করতে পারেননি সাঞ্জু স্যামসনসহ ৬ ক্রিকেটার। বাকি পাঁচজন হলে ঈশান কিষাণ, নীতিশ রানা, রাহুল তেওয়াটিয়া, সিদ্ধার্থ কল এবং জয়দেব উনাদকাট।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকা ক্রিকেটারদের আপাতত এই পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়নি। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়, ‘এমন ১০জন ক্রিকেটারকে ফিটনেস টেস্টের আওতায় আনা হয়, যাদের আসন্ন টি- টোয়েন্টি ও ওয়ানডে দলে রাখার ভাবনা চলছে। তাদের মধ্যে ছয় জন পরীক্ষায় পাশ করতে পারেননি। প্রথমবারের মতো এই প্রক্রিয়া চালু হওয়ায় তাদের দ্বিতীয় সুযোগ দেয়া হবে।’

বেশ কয়েক দিন আগেই বিসিসিআই জানায়, এখন থেকে ক্রিকেটারদের শুধু ইয়ো ইয়ো টেস্টে পাশ করলে হবে না।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররাসহ ভারতীয় দলে জায়গা পেতে ইচ্ছুক সকলকে এখন রানিং ট্রায়ালেও পাশ করতে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেসের বিকল্প নেই। সময়ের পরিবর্তনের সঙ্গে এখন ক্রিকেটারদের কাছে মুখ্য বিষয় ফিটনেস। সাফল্য পেতে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় নিয়ম আরো কঠিন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা যায়, ফিটনেস টেস্টে পাশ করতে হলে সোয়া আট মিনিটে ২ কিলোমিটার পথ দৌড়াতে হবে পেসারদের। ব্যাটসম্যান ও স্পিনারদের জন্য সময় ধরে দেয়া হয়েছে সাড়ে আট মিনিট। তবে ইয়ো ইয়ো টেস্টের স্কোরে কোনো পরিবর্তন হচ্ছে না। সেটি আগের মতোই ১৭.১ থাকছে।

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ