spot_img

দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৩

অবশ্যই পরুন

ঢাকা টেস্টের প্রথম দিন ব্যাট-বলের দারুণ লড়াই হলো। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৩। ৭৪ রান করা এনক্রুমাহ বোনারের সঙ্গে ২২ রানে অপরাজিত আছেন ডি সিলভা।

সকালের উইকেটে বাংলাদেশি বোলাররা যারপরনাই হতাশ করেছেন মুমিনুল হককে। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে কেউই চড়াও হতে পারেননি। এই সময়ে ১ উইকেট হারিয়ে সফরকারীরা ৮৯ রান তুলে নেয়।

অবশেষে তাইজুল ইসলামের কল্যাণে আসে সাফল্য। সেটা ২১তম ওভারে। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জন ক্যাম্পবেলকে (৩৬)। তার আগে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন ক্যাম্পবেল।

বিপজ্জনক হতে থাকা ব্র্যাথওয়েটকে ফেরান সৌম্য সরকার। ১২২ বলে ৪৭ রান করে যান তিনি।

মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে ঢোকা আবু জায়েদ রাহি একটু প্রভাব বিস্তার করেছেন। প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে হারানো কাইল মেয়ার্সকে মিরপুরে অল্পতে ফেরান তিনি। ফুল লেংথের এক পরিকল্পিত ডেলিভারিতে ৫ রানের মাথায় তাকে সাজঘরে পাঠান। পরে ৭ রানের মাথায় শেইন মোসলিকেও ফেরান রাহি।

৬৬ রানের প্রথম জুটির পর ওয়েস্ট ইন্ডিজ পরের তিন জুটিতে যথাক্রমে ২১, ১৭ এবং ১২ রান করে। রান কম হলেও জুটিগুলোতে বেশ সময় পার করেছে তারা। ২১ রান তুলতে তারা মোকাবিলা করে ৭৬টি বল। ১৭ রানের জুটিতে ৪৭ বল। ১২ রানের জুটিতে ৪০ বল।

পরের জুটিতে এনক্রুমাহ বোনার এবং ব্ল্যাকউড করেন ৬২। এই সময়ে ১৪৫টি বল মোকাবিলা করেন দুজনে।

এমন কার্যকরী সব জুটির জন্যই বাংলাদেশের অস্বস্তি বেড়েছে।

দিনের শেষ দিকে তাইজুল ২৮ রানে ব্ল্যাকউডকে ফেরালেও বোনার থেকে যান। অর্ধশতক তুলে নেয়ার পর ডি সিলভাকে নিয়ে ধীরে-সুস্থে রান তুলতে থাকেন।

রাহি ২ উইকেট নিতে খরচ করেছেন ৪৬ রান। তাইজুলও ফিরিয়েছেন দুইজনকে, তিনি দিয়েছেন ৬৪ রান। ৩০ রানে এক উইকেট নিয়েছেন সৌম্য সরকার।

স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ২২৩/৫ (৯০ ওভার)

ব্যাটিং:  জশুয়া ডি সিলভা ২২ ও এনক্রুমার বোনার ৭৪

আউট: জন ক্যাম্পবেল ৩৬, শেইন মোসলে ৭, ক্রেইগ ব্র্যাথওয়েট ৪৭, কাইল মায়ার্স ৫, জার্মেইন ব্ল্যাকউড ৩৬।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ