spot_img

তজুমদ্দিনে গৃহবধূকে পিটিয়ে হত্যা

অবশ্যই পরুন

ভোলার তজুমদ্দিন উপজেলার সেম্পুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাবুল মাহাজন বাড়ির ফরহাদের স্ত্রী আকলিমা বেগম (২৭) কে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আকলিমা বেগমকে রক্তাক্ত অবস্থায় লাশ পাওয়া যায়।

নিহত আকলিমার বাবা আজিজল ইসলাম অভিযোগ করে বলেন, আমার মেয়ের ৯ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন চালাত ফরহাদসহ তার পরিবার। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ মিমাংসা হয়। বুধবার রাতে আকলিমার স্বামীসহ তার পরিবার আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে আকলিমার স্বামী ফরহাদসহ শ্বশুর বাবুল মাহাজন ও শাশুড়ি সাহানারা, মহিউদ্দিন, জান্নাতের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ করেন নিহতের পরিবার।

এঘটনায় অভিযুক্ত ফরহাদ ও তার পরিবার পালাতক রয়েছে।

স্থানীয়রা তজুমদ্দিন থানায় ওসি জিয়াউল হক জানানা, আমরা নিহতের পরিবারে কাছ থেকে একটি অভিযোগ পেয়ে গৃহবধুর লাশ উদ্ধার করি। নিহতের লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারন স্পষ্ট নয়। অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ