spot_img

‘সাকিব না থাকলে টিম চলবে না এমন নয়’

অবশ্যই পরুন

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন থেকেই সাকিব আল হাসানকে নিয়ে হাহাকার। ঊরুর চোটে দ্বিতীয় দিন মাঠ ছাড়া সাকিব বাকি তিনদিন ছিলেন দর্শক হয়ে। বাঁহাতি এই অলরাউন্ডার থাকলে ম্যাচের চেহারা অন্যরকম হতে পারতো, এমন বিশ্বাস বাংলাদেশের অনেক ক্রিকেটারেরই। সাকিবকে নিয়ে হাহাকার আরও বেড়েছে।

দ্বিতীয় টেস্টেও সাকিবকে দলে পাচ্ছে না বাংলাদেশ। স্বভাবতই দলের সেরা ক্রিকেটারকে হারিয়ে হা-হুতাশ দলছে বাংলাদেশ শিবিরে। বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গায় ব্যাটসম্যান-বোলার দুজনকে চিন্তা করতে হচ্ছে। দ্বিতীয় টেস্টের আগের দিন মুমিনুল হক তেমনই জানালেন।

সেই চিন্তা থেকেই সৌম্য সরকারকে দলে ভেড়ানো হয়েছে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলছেন, ‘সাকিব ভাই যেহেতু নেই, সাকিব ভাইয়ের বদলি ভাবতে গেলে উনার জায়গায় দুজন খেলোয়াড় নিতে হবে। ব্যাটিং-বোলিং দুটিই পারে, এমন একজন খেলোয়াড় দরকার ছিল। যে কারণে সৌম্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে।’

সাকিব না থাকায় চিন্তা বাড়লেও এই বিষয়টি নিয়ে পড়ে থাকতে নারাজ মুমিনুল হক। তার ভাষায়, সাকিব না থাকলে দল চলবে না, এমন নয়। টেস্ট অধিনায়ক বলেন, ‘বিষয়টি আপনি যেভাবে নেবেন আরকি। আপনি যদি মনে করেন যে সাকিব আল হাসান নেই, টিম চলবে না বা বাংলাদেশ চলবে না, বিষয়টি এমন নয়।’

সাকিবকে ছাড়াও বাংলাদেশ জিতেছে, আবার সাকিব থেকেও বাংলাদেশ হেরেছে। এটাও মনে করিয়ে দিলেন মুমিনুল, ‘সাকিব ভাই যখন ছিলেন না, বাংলাদেশ দল কিন্তু খেলেছে। ভালো খেলেছে, ম্যাচ জিতেছে। সত্যি বলতে আমি ওভাবে চিন্তা করছি না। আমার যেটা আছে, সেটা নিয়েই খেলবে হবে। একটা সিরিজে সাকিব ভাই খেলেছে, সেটাও হেরেছি। এই সিরিজের একটা ম্যাচ বাকি আছে, সাকিব ভাই থাকায় ওইভাবে চিন্তা করছি না।’

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ