spot_img

অটো পাস নিয়ে স্যাটায়ার করার কিছু নেই: শিক্ষামন্ত্রী

অবশ্যই পরুন

এইচএসসি’র অটো পাস নিয়ে স্যাটায়ার করার কিছু নেই। এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ফলাফল পেয়ে শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে ভালো আছে।

বুধবার দুপুরে রাজধানীতে বেসরকারি উন্নয়ন সংস্থার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় জিপিএ পদ্ধতি তুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় ভীতিকর ব্যাপার ও মূল্যায়নে পরিবর্তন আনতেই এই প্রচেষ্টা।

এছাড়া সব শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে বলে জানান দীপু মনি। বলেন, বাংলাদেশ অসাধারণভাবে করোনা মোকাবেলা করছে।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ