spot_img

সেলফি পোস্ট করে সমালোচিত মধুমিতা

অবশ্যই পরুন

যারা ভারতীয় বাংলা সিরিয়াল দেখতে পছন্দ করেন তারা নিশ্চয়ই মধুমিতা সরকারকে চেনেন। তিনি অভিনয় দিয়ে দর্শকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছেন স্টার জলসায় প্রচারিত সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’ দিয়ে।

মধুমিতা সিরিয়াল ছাড়াও মাঝেমধ্যে ভিন্নধর্মীর ছবিতে অভিনয় করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। ফেসবুকে প্রায়ই তার উষ্ণ উষ্ণ স্টিল পিকচার ভক্তদেরকে আরও ভাবাবেগিত করে তোলে। কিন্তু সোমবার (৮ ফেব্রুয়ারি) ফেসবুকে একটি সেলফি পোস্ট করে সমালোচিত হয়েছেন ভারতীয় এই বাঙালি অভিনেত্রী।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মধুমিতার ওই সেলফিতে দেখা যায় ‘লাইক’ পড়েছে ১২৩-কে, শেয়ার হয়েছে ৩৯৫টি এবং কমেন্টস বক্সে ২৬ হাজারের বেশি মন্তব্য। সেলফিতে অভিনেত্রীর পরনে ছিল হাতকাটা ও ডিপ নেক টপ, গলায় সরু স্কার্ফ। তার বুকের ‘কিছু অংশ’ প্রায় স্পষ্টই বুঝা যাচ্ছে।

আর ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই অশ্লীল মন্তব্যে তার কমেন্টস বক্স ভর্তি হতে থাকে। এমডি জহিরুল ইসলাম নামে এক ভক্ত লিখেছেন, ‘এই ছবির জন্য পেইজ আনলাইক দিলাম। দিনেদুপুরে ভয় পেয়ে গেছি।’ এসএফ ইসমাইল নামের আরেক ভক্ত লিখেছেন, ‘এই ধরনের পোস্টের জন্যেই মুড়ির ডিব্বা পাশে রাখি। কমেন্ট পড়তে পড়তে যেন চিবানো যায়।’

অধরা লিলি নামে এক নারী ভক্ত লেখেন, ‘অসুস্থ হতাশাগ্রস্ত ডিপ্রেশনে ভুগা ছেলেদের জন্য এই ছবি গুরুত্বপূর্ণ! মনোবল চাঙ্গা করতে সহায়তা করবে।’ আফরিজা পারভিন নামের আরেক নারী লিখেছেন, ‘নিচের দিকে সবকিছু ঝাপসা দেখাচ্ছে কেনো? ছেলেগুলার কথা ভেবে তো এইচডি পিক তুলতে পারতেন।’

অন্য একজন প্রশ্ন করলেন, ‘মিডিয়াতে কাজ করছ তাও কেন এমন পোজ? আর কত প্রোডাকশন এবং ডিরেক্টরের অ্যাটেনশন লাগবে তোমার?’ আরেকজন আবার ছবি তোলার ভঙ্গি নিয়েও কটাক্ষ করে বললেন, ‘আমি ভাবলাম কেউ ফাঁসি লেগে ঝুলে পড়ে আছে, পরে দেখলাম মধুমিতা।’

মধুমিতা একা নন, সামাজিক মাধ্যমে খোলামেলা ছবি পোস্ট করে সমালোচনা বা ট্রোলড হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শ্রীলেখা মিত্রের মতো অভিনেত্রীরাও। এ বিষয়ে শ্রীলেখার বক্তব্য, ‘ক্লিভেজ দেখতে হলে দেখুন, কিন্তু নোংরামি করবেন না।’

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ