spot_img

বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

অবশ্যই পরুন

গ্রামীণ অঞ্চলের ৬ লাখ মানুষের জন্য নিরাপদ পানি এবং ৩৬ লাখ (৩.৬ মিলিয়ন) মানুষের স্বাস্থ্যকর স্যানিটেশন নিশ্চিত করতে বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক।

এই ঋণ পাঁচ বছর গ্রেস দিয়ে ৩০ বছরে শোধ করতে হবে বাংলাদেশকে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক (ইআরডি) বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বর সই করেন।

‘রুরাল ওয়াটার, স্যানিটেশন, হাইজিন (ডব্লিউএএসএইচ) ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এই অর্থ খরচ করা হবে। সিলেট, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ৭৮টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ সংবাদ

জয় অধরা, ১০ জনের ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে ড্র ব্রাজ়িলের

ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে এসে আরেকবার হয়েছেন ব্যর্থ। এই তারকা ফুটবলারের পেনাল্টি মিসের কারণে...

এই বিভাগের অন্যান্য সংবাদ