spot_img

বাজারে সিন্ডিকেট নয়, থাকবে প্রতিযোগিতা: বাণিজ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাজার নিয়ন্ত্রণ করাই আমার প্রথম চ্যালেঞ্জ। সরবরাহ বাড়ানোর জোর চেষ্টা করছি।

বুধবার নিউজটোয়েন্টিফোরকে একান্ত সাক্ষাৎকারে উপদেষ্টা বলেন, আশা করছি শিগগিরই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসবে। দ্রুতই এর সুফল পাবে মানুষ।

তিনি আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় এখন থেকে সিন্ডিকেট থাকবে না, থাকবে প্রতিযোগিতা। আমি নিজে ব্যবসায়ী হওয়ায় প্রতিযোগিতা করেই কাজ করেছি। এখনও সেটাই থাকবে, সিন্ডিকেট নয়।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামা, বন্যা এবং ছাত্র জনতার আন্দোলনের প্রভাব বাজারে পড়েছে। তাই দাম বাড়তির দিকে ছিল। প্রশাসনকে সাথে নিয়ে সমস্যা সমাধানে কাজ চলছে।

সর্বশেষ সংবাদ

রাদারফোর্ডের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে জয় খরা কাটালো ওয়েস্ট ইন্ডিজ

বড় পুঁজি নিয়েও পেরে উঠল না বাংলাদেশ। তিন শ' ছুঁই ছুঁই রান জয়ের জন্য যথেষ্ট করে তুলতে পারেনি তাসকিন-নাহিদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ