spot_img

করোনার টিকা নিলেন রাঙ্গা

অবশ্যই পরুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা আজ মঙ্গলবার সকালে সংসদ মেডিকেল সেন্টারে করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

বাংলাদেশের সহস্রাধিক হাসপাতালে একযোগে শুরু হয়েছে করোনাভাইরাসের ভ্যাক্সিন গণ-টিকাদান কর্মসূচি।

এই টিকাটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কার করা এবং ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি করা। ইতোপূর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গণ-টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ভ্যাকসিন গ্রহণ শেষে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকলেরই এই ভ্যাক্সিন গ্রহণ করা জরুরি।’

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মেডিকেল সেন্টারের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ