spot_img

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু ৭ মার্চ

অবশ্যই পরুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৭ মার্চ থেকে। অনলাইনে এই আবেদন চলবে ১৮ মার্চ পর্যন্ত। চূড়ান্ত আবেদন ২৩ মার্চে শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত। এবার প্রতি ইউনিটে ৪৫ হাজার ভর্তিচ্ছু নেয়া হবে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বছর লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হলেও এ বছর শুধু বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করছেন যেসব শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নিতে পারবেন। ফলে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।

তিনি আরো বলেন, এবার ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ৪ হাজার ১৯১টি। তিনটি ইউনিটে পরীক্ষা হবে। এ ইউনিটে (কলা, আইন, সমাজ বিজ্ঞান, চারুকলা অনুষদ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট) আসন সংখ্যা ২ হাজার ১৯টি, বি ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ৫৬০টি এবং সি ইউনিটে (কৃষি ও বিজ্ঞান অনুষদ) ১৬১২টি আসন রয়েছে। প্রতি ইউনিটকে তিনটি আলাদা শিফটে ভাগ করে তিন সপ্তাহজুড়ে পরীক্ষা নেয়া হবে। সপ্তাহের যেকোনো এক দিনে একটি ইউনিটের সব শিফটের পরীক্ষা হবে। তবে এখনো ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ