spot_img

খুলনায় বিষাক্ত অ্যালকোহল পানে যুবকের মৃত্যু

অবশ্যই পরুন

খুলনা নগরীতে বিষাক্ত অ্যালকোহল পানে সবুজ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সবুজ নগরীর সোনাডাঙ্গা থানাধীন বকসীপাড়া এলাকার মোতাহের হোসেনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বকসীপাড়া বিহারি গলি এলাকার সবুজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়েন। পরদিন শনিবার (৬ ফেব্রুয়ারি) কিওরহোম ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসায় কিছুটা সুস্থ হলে তিনি বাসায় চলে যান। কিন্তু রোববার (৭ ফেব্রুয়ারি) আবারও অসু্স্হ হয়ে পড়লে ভোর ৫টার দিকে আত্মীয়-স্বজন তাকে খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করান।

পরে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুর রহমান বলেন, সবুজ পেশায় ফার্নিচার (সোফা) মিস্ত্রী ছিলেন। প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ