spot_img

ভ্যাকসিন নিলেন ঢাবি উপাচার্য

অবশ্যই পরুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে করোনা ভ্যাকসিন নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তার আগে ঢাবি উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ ও শিক্ষক নেতা এ এস এম মাকসুদ কামালও ভ্যাকসিন নিয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে করোনা ভ্যাসকিন নেওয়ার পর অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই সঠিক সময়ে টিকা নেওয়ার মাধ্যমে এই দুর্যোগ থেকে আমরা দ্রুতই পরিত্রাণ পেতে পারবো। আমার বিশ্বাস খুব অল্প সময়ে সবকিছু স্বাভাবিক নিয়মে ফিরে আসবে।’

এছাড়াও এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন নিয়েছেন হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতি এম ইনায়েতুর রহিম, মো. মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি কাজী জিনাত হক। এই হাসপাতালের চিকিৎসক ও কর্মীরাও টিকা নিচ্ছেন।

বিএসএমএমইউ-তে এ পর্যন্ত সাড়ে চারশত মানুষ টিকা নিয়েছেন। বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানান, সকাল ৯টায় টিকাদান কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত যে গতিতে টিকা প্রয়োগ চলছে, তাতে মনে হচ্ছে দিন শেষে আমরা হাজারের বেশি মানুষকে টিকা দিতে পারব।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ