spot_img

মহামারীর কারণে নির্ঘুম রাত কাটছে, আঙ্গেলা মের্কেলের সরল স্বীকারোক্তি

অবশ্যই পরুন

করোনা মোকাবেলায় যে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে সে কারণে মহামারীকালীন গত মাসগুলোতে নির্ঘুম রাত কাটছে। গত বৃহস্পতিবার এ সরল স্বীকারোক্তি দেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। খবর এএফপি।

জার্মান টেলিভিশন আরটিএলে দেয়া বিরল একটি সাক্ষাতকারে মেরকেল বলেন, আমি চেয়ে আছি কবে হেয়ারড্রেসাররা তাদের দোকান খুলতে পারবে।

৬৬ বছর বয়সী জার্মান এ রাষ্ট্রনায়ক আরও বলেন, সত্যিই মাঝে মাঝে ঘুমাতে পারি না এবং বিভিন্ন চিন্তা এসে ঝেকে ধরে। আমাদের জন্যও কঠিন সময় যাচ্ছে। কঠিন কোন সিদ্ধান্ত নেয়ার আগে অনেকবার ভেবে দেখতে হচ্ছে।

সাধারণত ব্যক্তিগত অনুভূতি শেয়ার না করলেও তার মেয়াদের সবচেয়ে চ্যালেঞ্জিং এ সময়ে কিছুটা নিজেকে উন্মুক্ত করেন। বিভিন্ন পরিবার ও পেশাজীবী মানুষরা যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাকে তা ভাবাচ্ছে।

মেরকেল বলেন, বারবার আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ভালো সংবাদ দিতে আমারও অনেক ভালো লাগে। কিন্তু মানুষকে আমরা মিথ্যা আশা দিতে পারি না; এ কারণে যতটা সম্ভব বাস্তবসম্মত থাকার চেষ্টা করছি।

যখন গত নভেম্বর থেকে সব হেয়ার স্যালুন বন্ধ তখন কীভাবে নিজের চুল পরিপাটি রাখছেন এমন প্রশ্নের জবাবে স্বীকার করেন তিনি এক সহকারীর সহায়তা নিচ্ছেন। অবশ্য সব করোনা নীতিমালা মেনে এ কাজ করা হচ্ছে। আমি খুব খুশি হতাম যদি হেয়ারড্রেসাররা তাদের দোকান খুলতে পারতো।

গত নভেম্বর থেকে জার্মানির রেস্তোরাঁ, হোটেল ও বিনোদনকেন্দ্রগুলো বন্ধ রয়েছে। গত ডিসেম্বরে স্কুল ও অন্যান্য অ-গুরুত্বপূর্ণ দোকানপাটও বন্ধ করে দেয়া হয় ।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ