spot_img

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

অবশ্যই পরুন

বন্ধুর মোটরসাইকেলে প্রাণ গেল আরেক বন্ধুর। লক্ষ্মীপুরে মোটরসাইকেলের (বাইক) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সানজামুল ইসলাম শান্ত (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুব শিগগিরই শান্ত সৌদি আরবে তার বাবার কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনা তাকে নিয়ে গেলো না ফেরার দেশে।

শান্ত চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চররুহিতা গ্রামের নবীগঞ্জ বাজার এলাকার সুলতান আহম্মদ হাওলাদার বাড়ির সৌদি প্রবাসী আবুল বাশারের একমাত্র ছেলে। শান্ত পাশ্ববর্তী নোয়াখালী জেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, শান্ত একই এলাকার এক মেয়েকে পছন্দ করতো। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে উঠে। বিষয়টি শান্তর বাবা মা জানতে পেরে মেয়ের পরিবারের সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলে। তবে মেয়ের পরিবার রাজি হয়নি। এরপর থেকেই শান্তর মাথায় দুঃশ্চিন্তা ভর করে। সারাক্ষণ তার চেহারায় চিন্তার চাপ ফুটে থাকতো। নিজের ফেসবুক আইডিতে করা পোস্টগুলো ছিল চিন্তার বহিঃপ্রকাশ। এর মাঝেই সৌদি আরব নিজের কাছে ছেলেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তার বাবা। কিন্তু শান্তর আর সৌদিতে বাবার কাছে যাওয়া হলো না। দুর্ঘটনায় সে না ফেরার দেশেই চলে গেল।

জানা গেছে, এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে শান্ত নবীগঞ্জ বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার (শান্ত) মৃত্যুর বিষয় নিশ্চিত করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ডিউটি অফিসার (এসআই) মো. সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ