লেবাননে শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম সমালোচনাকারী লেখক ও অ্যাকটিভিস্ট লোকমান মোহসেন স্লিম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে দক্ষিণ লেবাননে নিজের গাড়ির ভেতরে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
৫৯ বছর বয়সী লোকমান মোহসেন নিজে শিয়া হলেও শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর একজন কঠোর সমালোচক ছিলেন। তিনি একজন লেখক, প্রকাশক। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সরব ছিলেন।
এ হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ বলে বর্ণনা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি বলেছেন, এটি গুপ্তহত্যা।
এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি বলে নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন।
২০১৯ সালের শেষের দিকে মৃত্যুর হুমকি পেয়েছিলেন লোকমান। এর জন্য হিজবুল্লাহ নেতা ও তার সহযোগীদের দোষারোপ করেছিলেন তিনি।
সেসময় সরকার বিরোধী আন্দোলনের সময় সক্রিয় ছিলেন এ লেখক। সরকার সংস্কার ও অর্থনীতি পুনরুদ্ধারের দাবিতে সে বছর বড় আন্দোলন হয়েছিল লেবাননে।
গত কয়েক বছরে অর্থনৈতিক মন্দার মধ্যে যাচ্ছে আরব দেশটি। করোনার ধাক্কা সেটিকে আরও বেশি বিপর্যস্ত করে তোলে। এর মধ্যে ছয় মাস আগে বৈরুতে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণও ঘটে, যাতে নিহত অন্তত ২০০ মানুষ।