দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে দেড় লাখ মানুষ নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে কোভিড টিকার জন্য প্রথম দিকে নিবন্ধনের সংখ্যা কম থাকলেও এখন বেড়েছে। রাজধানী ঢাকার ৪৩টি হাসপাতালে ৩৫৪টি বুথে করোনা টিকা কার্যক্রম চলবে।
জাহিদ মালেক বলেন, মন্ত্রীদের জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা টিকা নেয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা চাইলে সেখানে নিতে পারবেন অথবা নিজ নির্বাচনী এলাকাতে কোভিড টিকা নিতে পারবেন।