যুক্তরাজ্যে এখন পর্যন্ত এক কোটির মতো মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের বরাতে এ খবর দিয়েছে স্কাই নিউজ।
মোট ৯৬ লাখ ৪৬ হাজার ৭১৫জনকে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। এর মধ্যে পাঁচ লাখের কাছাকাছি মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছেন।
জাতীয়ভাবে করোনাভাইরাস মোকাবিলার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে বর্ণনা করেছেন ম্যাট হ্যানকক। টিকাদানের সঙ্গে যুক্ত সবাইকে তিনি ধন্যবাদ জানান।
এদিকে মঙ্গলবার নতুন করে আরও এক হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। যা আগের দিনের চেয়ে কয়েকগুণ বেশি। এখন পর্যন্ত দেশটিতে এক লাখ ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
তবে সংক্রমণ আগের তুলনায় কমে এসেছে। মঙ্গলবার ১৬ হাজার ৮৪০ জন নতুন করে শনাক্ত হন, আগের দিন ছিল ১৮ হাজার ৬০৭ জন। আগের সপ্তাহের মঙ্গলবারে শনাক্ত হয়েছিলেন ২০ হাজারের বেশি।
করোনা প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজার-বায়োএনটেকের বানানো দুইটি টিকা অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। সত্তরোর্ধ ও স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকা ব্যক্তিরা টিকা গ্রহণে গুরুত্ব পাচ্ছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, লক্ষ্যমাত্রা পূরণে পর্যাপ্ত টিকা সরবরাহ করবে সরকার এবং ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা দেওয়া সম্ভব হবে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৫ লাখ মানুষকে সরকার টিকা দিতে চায় বলে তিনি আরও জানান।