spot_img

অভিনয় থেকে পরিচালকের আসনে শ্রীলেখা মিত্র

অবশ্যই পরুন

সিনেমায় এমনকি সিনেমার বাইরেও বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই অভিনেত্রীকে এবার তাকে দেখা যাবে নির্মাতার আসনে। প্রথম সিনেমার নাম ‘বিটার হাফ’। পরিচালনার পাশাপাাশি এতে অভিনয়ও করেছেন তিনি। আরও অভিনয় করেছেন চান্দ্রি মুখার্জি, ভারত কল প্রমুখ।

মার্কিন লেখক উইলিয়াম সিডনির ‘দ্য গিফ্ট অব দ্য ম্যাগি’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বিটার লাইফ’। তবে গল্পটিকে অন্য মোড়কে দর্শকদের সামনে নিয়ে আসবেন শ্রীলেখা। তার পাশাপাশি এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ইন্দ্ররূপ ভট্টাচার্য। সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা এটি।

জীবন সঙ্গীকে ‘বেটার হাফ’ বলে ভাবা হয় কিন্তু সেটি কখনো ‘বিটার’ হয়ে উঠে। সেটি দেখানো হবে সিনেমায়। আরও দেখা যাবে বর্তমান সময়ের সুখী থাকার লোক দেখানোর প্রবণতা।

এই সিনেমায় শুধু পরিচালক বা অভিনয়েই পাওয়া যাবে না শ্রীলেখাকে। পাশাপাশি আর্ট ডিরেকশন ও কস্টিউমের দায়িত্বও পালন করেছেন তিনি। এরইমধ্যে শুটিং শেষ হয়েছে ৩০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার কাজ। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কলকাতার কোনো এক স্ট্রিমিং প্লাটফর্মে এটি মুক্তি দেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র জানান, এটা একটা সম্পর্কের গল্প। ‘বেটার হাফ’ নয় কিন্তু ‘বিটার হাফ’। বেটার হাফের সঙ্গে যে সম্পর্কটা তেতো হয়ে গিয়েছে। আবার এটাকে একটা থ্রিলারও বলা যায়। এই সিনেমায় শুধু অভিনয় আর পরিচালনা নয়, গল্প, চিত্রনাট্যও আমার। পাশাপাশি আর্ট, কস্টিউম ডিপার্টমেন্টটাও দেখতে হয়েছে। তাই কাজটা একটু চ্যালেঞ্জিং ছিলো।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ