spot_img

আসছে শাহরুখের ‘বাজিগর ২’

অবশ্যই পরুন

বলিউড কিং শাহরুখ খানের সফলতার এক অনন্য অধ্যায় ছিল ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘বাজিগর’। রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমা তাকে বলিউডে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে। শাহরুখ এবং কাজলের জুটির ম্যাজিক আজও দর্শকদের মনে অম্লান, আর সেই সিনেমার সিক্যুয়াল ‘বাজিগর ২’ আসছে—এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক রতন জৈন।

গত কয়েক বছর ধরে শাহরুখ খানের পরবর্তী প্রকল্প নিয়ে নানা জল্পনা চলছে, তবে এবার ‘বাজিগর ২’ নিয়ে আলোচনার ঝড় উঠেছে বলিউডে। রতন জৈন সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে জানান, শাহরুখের সঙ্গে এই ছবির সিক্যুয়েল নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে এবং অভিনেতা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।

তিনি আরও জানান, ছবির পরিচালক বর্তমান প্রজন্মের কেউ হতে পারেন, তবে নায়িকার নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে, ‘বাজিগর ২’ ছবির চিত্রনাট্য বর্তমানে লেখা হচ্ছে এবং এই ছবির মধ্যে ‘বাজিগর’-এর মান বজায় রাখতে পুরোপুরি মনোযোগ দেয়া হচ্ছে।

‘বাজিগর’-এর সাফল্য ছিল শাহরুখের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, আর এই ছবির সুবাদে তিনি অর্জন করেছিলেন বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে নিজের জায়গা। এই সিনেমায় তার সঙ্গে কাজ করেছিলেন কাজল, যাদের জুটির রসায়ন আজও বিখ্যাত।

এই মুহূর্তে শাহরুখ খান বড় পর্দা থেকে কিছুটা বিরতি নিয়েছেন, তবে তার পরবর্তী ছবি ‘দ্য কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। উল্লেখ্য, এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ এবং তার মেয়ে সুহানা খান।

এখন পর্যন্ত অনেক তথ্য চূড়ান্ত না হলেও ‘বাজিগর ২’ নিয়ে বলিউডের দর্শকরা মুখিয়ে আছেন, এবং কবে ছবিটি মুক্তি পাবে—তা নিয়ে বেশ কিছু সময় ধরেই গুঞ্জন চলছে।

সর্বশেষ সংবাদ

সেফ জোনে হামলা চালিয়ে ২১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

গাজার আল মাওয়াসি সেফ জোনে হামলা চালিয়ে ২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৪৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ