ব্রিটেনে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হেঁটে হেঁটে স্বাস্থ্যকর্মীদের জন্য বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করা আলোচিত টম মুর মারা গেছেন। খবর ‘দ্য নিউইয়র্ক টাইমস’
যুক্তরাজ্যের সাবেক প্রবীণ এই সেনা কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
সম্প্রতি কয়েকসপ্তাহ ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন টম মুর। গত সপ্তাহে তার করোনাভাইরাস ‘পজিটিভ’ ধরা পড়ে।
গত ৩১ জানুয়ারিতে মুরকে হাসপাতালে ভর্তির কথা টুইটারে জানিয়েছিলেন তার মেয়ে। এরপর অবস্থার অবনতি হলে মঙ্গলবার হাসপাতালেই তিনি মারা যান।
ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা এনএইচএসের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ২০২০ সালের এপ্রিলে মুর তার শততম জন্মদিন উপলক্ষে প্রতিদিন তার বাড়ির বাগানে ১০০ পাক করে হাঁটতেন।
বৃদ্ধ বয়সেও এরকম অভিনব উপায়ে অর্থ সংগ্রহে উদ্যোগী হওয়ায় শুধু ব্রিটেনে নয় সারা বিশ্বের চোখেই তিনি একজন নায়কে পরিণত হন।
এভাবে তিনি প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড সংগ্রহ করেছিলেন।
এরপর রানী এলিজাবেথ এবছরের জুলাই মাসে তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেমে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ক্যাপ্টেন মুরকে সত্যিকার অর্থেই বিশ্বের ‘বীর’ বলে বর্ণনা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
ক্যাপ্টেন স্যার টম মুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। পরে তিনি ভারত ও মিয়ানমারে যুদ্ধ করেন।