spot_img

ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ‘মার্কিন আস্থা ক্ষুণ্ণ করবে’

অবশ্যই পরুন

বৃটেনের নতুন নির্বাচিত লেবার পার্টির সরকার বলেছে, ইসরাইলের ওপর পরিপূর্ণভাবে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করলে ওয়াশিংটনের সাথে লন্ডনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডসকে বলেন, ‘অস্ত্র নিষেধাজ্ঞা ব্রিটেনের প্রতি মার্কিন আস্থাকে ক্ষুণ্ণ করবে এবং সম্পর্ক পিছিয়ে দেবে।’ গতকাল (সোমবার) কিং কাউন্সেল ব্যারিস্টার স্যার জেমস ইডি লন্ডনের আদালতে শুনানিকালে লিখিত প্রতিবেদনে একথা বলেন।

আদালতের বিবৃতিতে ইডি লিখেছেন, হেলি জুলাই মাসে রেনল্ডসকে এই পরামর্শ দিয়েছিলেন। হেলি বলেন, ‘এফ-৩৫ বিমানের লাইসেন্স স্থগিত করার ফলে মিত্র বিমানের জন্য বিঘ্ন ঘটবে। এমনকি অল্প সময়ের জন্যে হলেও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর গভীর প্রভাব ফেলবে।’

তবে গাজা উপত্যকায় চলমান গণহত্যায় পরোক্ষভাবে ব্রিটেনের জড়িত থাকার জন্য ব্যাপক নিন্দার মধ্যেও সেপ্টেম্বরের শুরুতে ব্রিটিশ সরকার ইসরাইলের কাছে কিছু অস্ত্র রফতানি নিষিদ্ধ করে।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

রাদারফোর্ডের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে জয় খরা কাটালো ওয়েস্ট ইন্ডিজ

বড় পুঁজি নিয়েও পেরে উঠল না বাংলাদেশ। তিন শ' ছুঁই ছুঁই রান জয়ের জন্য যথেষ্ট করে তুলতে পারেনি তাসকিন-নাহিদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ