spot_img

দিল্লিতে কৃষকদের আন্দোলন ঠেকাতে রাস্তায় পেরেক পুঁতছে পুলিশ

অবশ্যই পরুন

ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন কৃষকরা। এবার আন্দোলন না থামিয়ে আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তারা। এমন অবস্থায় বিক্ষোভরত কৃষকদের ঠেকাতে রাস্তায় পেরেক পুঁতে রেখেছে দিল্লি পুলিশ। বোল্ডার, ব্যারিকেড তৈরি করে দিল্লিমুখী রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে কৃষকদের আন্দোলন তীব্র আকার নিচ্ছে। দিল্লির সিঙ্ঘু সীমানায় আগেই কৃষকদের আন্দোলন ভণ্ডুল করতে বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে সিঙ্ঘুতে।

কৃষকদের চারদিক থেকে পুরোপুরি ঘিরে ফেলতে তৎপরতা নিয়েছে দিল্লি পুলিশ। রাস্তায় পেরেক ফেলে রেখে কৃষকদের গতিবিধি আটকানোর চেষ্টা করছে তারা। দিল্লির সিঙ্ঘু, টিকরী ও গাজিপুর সীমানা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীও।

কৃষকদের একটাই দাবি তিন কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে। আর এই দাবিকে সামনে রেখেই আগামী শনিবার ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে গাড়ি বন্ধ করার ডাক দিয়েছেন কৃষকরা। এদিন সারাদেশের রাস্তা বন্ধ করে দেবেন তারা।

কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের ১১ দফা বৈঠক হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো সমাধান মেলেনি। কেন্দ্র আইনে সংশোধনী আনার প্রস্তাব দিলেও তাতে রাজি হননি কৃষক নেতারা।

উল্লেখ্য, বিতর্কিত কৃষি আইন পুরোপুরি বাতিলের দাবিতে এখনো অনড় আন্দোলনরত কৃষকরা। প্রবল শীতেও রাজধানী নয়াদিল্লি ঘেরাও করে রেখেছেন লক্ষ-লক্ষ কৃষক।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ